ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর ফয়সালের শেষ অবস্থান নির্ধারণে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, তবে সে দেশের বাইরে পালিয়ে গেছে- এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। সেসব তথ্য যাচাই-বাছাই করেই আইনশৃঙ্খলা বাহিনী অগ্রসর হচ্ছে।
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না- এমন প্রশ্নের জবাবে খন্দকার রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত হতে পারে। ব্যক্তিগত কোনো বিরোধ বা উদ্দেশ্যের আলামত এখন পর্যন্ত চোখে পড়েনি। তিনি জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ মাঠে রয়েছে এবং সব সংস্থার সমন্বয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
ডিবি প্রধান আরও বলেন, এই হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে, যাতে দ্রুত প্রকৃত ঘটনা ও জড়িতদের চিহ্নিত করা যায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর