বছরজুড়ে প্রতিনিয়ত সামনে আসছে নতুন বৈশিষ্ট্যের সব স্মার্টফোন। আসছে দীর্ঘ ক্ষমতার ব্যাটারি। অনেক ধরনের সমস্যা এখন ডিভাইস নিজে থেকেই সমাধান করতে পারছে। কদিন আগেও রাতভর চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হতো বলে একটা ধারণা প্রচলিত ছিল। নতুন সব ডিভাইসে এমন সমস্যা আর নেই। কারণ, চার্জ পূর্ণ হয়ে গেলে ডিভাইস নিজে থেকেই চার্জ নেওয়া বন্ধ করে দেয়।
প্রচলিত ও আগের অনেক ডিভাইসের ব্যাটারিকে সক্রিয় রাখতে কিছু বিষয় বিবেচনা করার পরামর্শ দিয়েছেন গ্যাজেট বিশ্লেষকরা। কয়েক ঘণ্টা টানা স্মার্টফোন ব্যবহারের প্রয়োজন হলে দীর্ঘ শক্তির ব্যাটারি থাকতেই হবে।
অনেকের মধ্যে চার্জে থাকা অবস্থায় ফোনে ভিডিও গেম খেলার বদভ্যাস রয়েছে। অনেকে আবার চার্জিংয়ে রেখে ভিডিও এডিটিং বা ভিডিও রেকর্ডিং করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে ডিভাইসের অভ্যন্তরীণ ও দীর্ঘস্থায়ী ক্ষতি হয়। এতে শুধু ব্যাটারি নয়; ক্ষতি হতে পারে প্রসেসর ও ক্যামেরা থেকে শুরু করে ভেতরের সব ধরনের যন্ত্রাংশের। ভিডিও গেম খেলা, ভিডিও এডিটিং বা ভিডিও রেকর্ডিং– এসব কাজ করলে ফোনের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
ডিভাইস এতে ক্রমে গরম হয়ে গন্ধ ছড়াতে পারে। এমন অবস্থায় ব্যাটারিতে চার্জ দিলে ডিভাইসের ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই বেড়ে যায়। এর কারণে স্মার্ট ডিভাইসের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়।
গরম হওয়ার কারণে ডিভাইসের হার্ডওয়্যার যত উত্তপ্ত হয়, ঠিক সেভাবেই নিচে নামতে থাকে এর পারফরম্যান্স। বাইপাস চার্জিং সুবিধা থাকলে এই সমস্যা এড়ানো যায়। তা না হলে এটি হবে ক্ষতির কারণ। ডিভাইস চার্জে দিয়ে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গ্যাজেট গবেষকরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর