জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্ট অস্থিরতা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন রাশিয়ার অবস্থান তুলে ধরেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) গুলশানে রাশিয়ান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাশিয়া কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চায় না। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ বিষয়টি শুধু এই দুই দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই গুরুত্বপূর্ণ। এটি একটি ভূরাজনৈতিক ইস্যু, যার কার্যকর সমাধান না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, ভারত–বাংলাদেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা যত দ্রুত সম্ভব প্রশমিত করা প্রয়োজন। ইতিহাস স্মরণ করে রাষ্ট্রদূত উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সে সময় রাশিয়াও সমর্থন দিয়েছিল। তখন ভারত, বাংলাদেশ ও রাশিয়া একসঙ্গে কাজ করেছে; এমনকি মাইন পরিষ্কারের মতো কার্যক্রমেও সহযোগিতা ছিল।
নিজের অবস্থান স্পষ্ট করে খোজিন বলেন, আমার অবস্থান পরিষ্কার— যেকোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে।
আঞ্চলিক ভূরাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন।
এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বক্তব্যের কথাও উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বক্তব্য পড়েছি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন, যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায়।
আলোচনার শেষ পর্যায়ে এসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও রাশিয়ার অবস্থান তুলে ধরেন খোজিন। তিনি বলেন, অবশ্যই আমরা একটি ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ, অহিংস, চরমপন্থামুক্ত এবং সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অত্যন্ত আগ্রহী। এটি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ দেশের জন্যও।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুশ রাষ্ট্রদূত বলেন, আমরা দেখেছি, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের অস্থিরতা ও সহিংসতার ঘটনা ঘটছে। আমরা বাংলাদেশে উত্তেজনা কমাতে আগ্রহী। এটি নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমরা স্বাগত জানাব। তবে, আমন্ত্রণটি অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হতে হবে। নির্বাচন কমিশনই এ বিষয়ে দায়িত্বশীল। আমরা ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলে তা মস্কোতে জানানো হবে। আমরা সেই আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।
পূর্ব অভিজ্ঞতার কথা উল্লেখ করে আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, রাশিয়া যখন অন্যান্য দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, তখন সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং কখনো কখনো স্টেট দুমা বা উচ্চকক্ষের প্রতিনিধিরাও থাকেন। অতএব, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণ না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর