কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায়।
ভারতে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন্দ্র করে সাম্প্রতিক একাধিক ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল। এর জবাবে একই দিনে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের কূটনীতিকদের পারস্পরিক তলবের ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে ভারত।
দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর তাঁকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি. শ্যাম তলব করেছিলেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে ভারতের নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি উল্লেখ করা হয়।
এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়বার প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর