পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেছেন, মিরিঞ্জা ভ্যালী সারাদেশের মানুষের কাছে পরিচিত স্থান। প্রতিদিন হাজার হাজার পর্যটক পাহাড়ের সৌন্দর্য দেখতে লামার মিরিঞ্জায় ভিড় জমাচ্ছে। তবে মিরিঞ্জার সড়ক ও পানির ব্যবস্থা উন্নয়নে কাজ করা দরকার। এবিষয়ে গুরুত্ব অনুধাবন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে লামার মিরিঞ্জা এলাকার ৩ কিলোমিটার রাস্তা ও সুখিয়া ভ্যালীর ২ কিলোমিটার রাস্তার সার্ভে করার নির্দেশ দেন পার্বত্য সচিব।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ইং) দুপুরে লামার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে পরিদর্শনকালে এইসব কথা বলেন তিনি। পার্বত্য সচিব লামা ও আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন। লামায় পৌঁছালে লামা রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে পার্বত্য সচিব মোঃ আব্দুল খালেক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ্ সালেহ আহাম্মদ, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, লামা রিসোর্ট মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্র্যান্ড মিরিঞ্জা রিসোর্টের মালিক জিল্লুর রহমান শামীম সহ প্রমূখ।
পার্বত্য সচিব আরো বলেন, তিন পার্বত্য জেলায় যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো নির্মাণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পার্বত্য মন্ত্রণালয়ের উন্নয়ন কাজ এখন দৃশ্যমান। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে অনুরোধ করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর