ভোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতা রেজোয়ান আমিন সিফাতকে (সিফাত) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সিফাত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯নং ওয়ার্ড সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাড়ির কাছেই আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়।
নিহত সিফাতের পিতা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় তারা অন্তত পাঁচজনকে শনাক্ত করেছেন। এরা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ও পারিবারিক প্রতিপক্ষ। তিনি জানান, হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ অজ্ঞাত আরও ৭-৮ জন জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহতের চাচাতো ভাই এবং তারা রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি স্থানীয়দের। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাত্রদল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর