ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন সাবেক নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকার জাতীয় ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা অধিবেশনে তার আনুষ্ঠানিক যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে মুফতি মুস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা শাখার নেতারা বলেন, মুফতি মুস্তাফিজুর রহমানের যোগদানের ফলে ফরিদপুর অঞ্চলে খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলের এমপি প্রার্থী মাওলানা আকরাম আলী ধলা হুজুরের নেতৃত্বে দলীয় জনসমর্থন আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মুফতি মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় পর্যায়ে তার ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। তার যোগদানে নগরকান্দা উপজেলার আলেম-উলামা, তৌহিদী জনতা ও দলীয় কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এদিকে মুফতি মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
এবিষয়ে মুফতি মুস্তাফিজুর রহমান বলেন, ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনিত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী আমার শিক্ষক। হুজুরের সাথে দ্বীন বিজয়ের মহান লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মজলিসের যোগদান করেছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর