চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এর প্রভাবে শুক্রবার সকালে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের তীব্রতা আরও বেড়ে যায়।
ভোর থেকে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ছিল ধীরগতির। শীতের কারণে অনেকেই আগুন জ্বালিয়ে কিংবা ভারী পোশাক পরে ঠান্ডা মোকাবিলা করছেন। বিশেষ করে দিনমজুর ও কৃষিশ্রমিকদের কাজে বের হতে দেখা গেছে দেরিতে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, উত্তরাঞ্চল থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের কারণে জেলায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
শীত বাড়তে থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কথা জানানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর