নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলায় স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন "নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (এনটিজেএ)" এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পর নোয়াখালী প্রেসক্লাব ভবনে নোয়াখালী জেলায় কর্মরত টেলিভিশন (টিভি) সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক সংগঠন করার লক্ষ্যে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে আহ্বায়ক, এখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভকে সদস্য সচিব, এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুলকে যুগ্ম আহবায়ক, নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এছাড়াও নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার ও গ্লোবাল টিভির স্টাফ রিপোর্টার আবু রায়হান সরকারকে সদস্য করা হয়।
এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, লোগো ও সদস্য ফরম তৈরি করে সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিটি গঠনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
মূলত, গতানুগতিকতার বাইরে ভিন্ন ধারার একটি প্লাটফর্ম গঠনের লক্ষেই এই সংগঠনটির আত্মপ্রকাশ। এখানে গুরুত্ব পাবে টেলিভিশন রিপোর্টারদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা, সুদৃঢ় ঐক্য। টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর