রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামে গণধোলাইয়ে অমৃত মন্ডল অরফে সম্রাট নিহত হয়। নিহত সন্ত্রাসী সম্রাটের সহযোগী সেলিম শেখ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ডিসেম্বর রাতে বাহিনী প্রধান সম্রাট স্ব-দলবলে হোসেনডাঙ্গা এলাকায় ব্যাবসায়ী শহীদুল শেখ এর বাড়িতে চাঁদা আনতে গেলে স্থানীয় জনতা তাদের ধরে গনপিটুনী দেয়।
এ সময় সম্রাটের অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে গেলেও জনতার গনপিটূনীতে সন্ত্রাসী সম্রাট ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় অপর সহযোগী সেলিম আহত হন।
সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সম্রাটের মরদেহ উদ্ধার এবং সেলিমকে আটক করেন।
পরে আহত সেলিমকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং চিকিৎসা শেষে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখায় থানা পুলিশ।
সেলিম কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের মো: ইসলাম শেখ এর ছেলে। তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। শুক্রবার সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পাংশা মডেল থানা পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর