ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২–এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, হাত বোমা ও গাঁজাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, পাঁচটি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. জুয়েল (২৫) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবার ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। জব্দ করা আলামতসহ আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর