যশোরে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রায় পৌছেছে । প্রচণ্ড কুয়াশা ও শীতল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। গত তিন চার দিন ধরে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার ফলে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) যশোরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস কতৃপক্ষ জানান, সকাল থেকেই ঘন কুয়াশা ও শীতল বাতাসের ফলে তীব্র শীতের অনুভূতি ছিল। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল অত্যন্ত কম।
কুয়াশা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তে দেখা গেছে। শিতল হাওয়ায় শুধু মানুষ নয়, প্রাণিকুলও থরথর করে কাঁপছে। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক শ্রেনীর নিম্নআয়ের মানুষ।
এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। জ্বর, হাঁচি, কাশিসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর