রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপরে থাকা গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর