ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত ৭টা ১৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। নদীতে কুয়াশার তীব্রতায় নেভিগেশন ব্যাহত হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কুয়াশার তীব্রতায় নৌপথ সম্পূর্ণভাবে ঢেকে পড়ে এবং মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে যায়।
এতে যে কোনো ধরনের নৌদুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর