বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের যেন ক্ষতি না হয়, সেজন্য পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু প্রতিষ্ঠান গড়লে হবে না, প্রতিষ্ঠানের জন্য বায়ু ও বর্জ্য দূষণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
যমুনার কোলঘেঁষে গড়ে ওঠা ইকোনমিক জোন নিয়ে তিনি বলেন, এখানকার প্রতিষ্ঠানের বর্জ্য যদি যমুনায় যায়, তবে যমুনার পানি নষ্ট হয়ে যাবে—যেমন বর্তমানে ঢাকার আশপাশে বর্জ্য দূষণের কারণে মাছ চাষ হচ্ছে না। মানুষ, বিশেষ করে শিশুরা সুস্থ শ্বাস নিতে পারছে না। তাই প্রতিষ্ঠান গড়ে তোলার আগে পরিকল্পনা করে করতে হবে। শনিবার সন্ধ্যা পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪১তম সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জবাসীর কাছে ঋণী থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কিছু স্বপ্ন রয়েছে। শহরকে দূষণমুক্ত করতে কাটাখালিকে সুন্দরভাবে গড়ে তুলব, যেন শহরের মানুষ দুপাশে বসে নির্মল শ্বাস নিতে পারে। সিরাজগঞ্জকে পেশিশক্তি ও চাঁদাবাজমুক্ত করে বাণিজ্যিক বিনিয়োগের নির্ভরযোগ্য জেলা হিসেবে গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করা হবে। সিরাজগঞ্জ জেলাকে স্থিতিশীলতার মাধ্যমে অর্থাৎ মহল্লায় মহল্লায় সংঘর্ষ বন্ধের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের জন্য সুশহর গড়ে তোলা হবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের আধুনিক কলাকৌশল রপ্ত করতে হবে। এজন্য আধুনিকতার ব্যবহার বাড়াতে হবে। এতে জিনিসের মূল্য কম পড়বে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়বে। আলোচনাসভার পূর্বে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও ঢাকার শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর