শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে এশিয়ার দেশ তাইওয়ান। স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এটি কয়েক দিনের মধ্যে দ্বিতীয় বড় ভূমিকম্প। এ খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।
তাইওয়ানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমের ইলান কাউন্টিয়ের কাছে সমুদ্রে ৭৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে আঘাত হানে।
ইলান কাউন্টির ফায়ার ব্যুরো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপেইয়ের এবং নিকটবর্তী এলাকায় ভবনগুলো কেঁপে উঠেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি পুরো তাইওয়ান জুড়ে অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রের মধ্য দিয়ে আসা ভূমিকম্পের কারণে সামান্য aftershock বা খণ্ডনির্গমন ঘটার সম্ভাবনা রয়েছে। তাইওয়ানের স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এশিয়ার ভূমিকম্প প্রবণ দেশগুলো—জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনস, তাইওয়ান, পাকিস্তান, ইরান—প্রায়ই সমুদ্রের কাছে বা প্লেটের সংযোগস্থলে এই ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের মধ্যবর্তী ভূমিকম্পের সময় জোরালো সতর্কতা অবলম্বন করা এবং ভবনগুলোতে সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি।
এই ভূমিকম্পের পর তাইওয়ান জুড়ে সাধারণ মানুষ আতঙ্কিত হলেও প্রাথমিকভাবে কোনো বড় আকারের মানবিক ক্ষতি বা অবকাঠামোগত ধ্বংসের খবর পাওয়া যায়নি। প্রশাসন ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর