টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ গোলাপী বেগমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশের সন্দেহভাজন হবু মিয়াকে (২৯) আটক করেছে র্যাব-১৪। এই হত্যাকাণ্ডের পর নিহত গোলাপী বেগমের স্বামীকে গ্রেপ্তারের পরপরই পরিবার ঘনিষ্ঠ হবু মিয়া আত্মগোপনে চলে যান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাতে র্যাব-১৪ এর একটি দল তাকে জেলার নাগরপুর থানাধীন তনুরা এলাকার রাথুরা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃত হবু মিয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার বাওয়ার কুমারজানি রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নিহত গোলাপীদের পরিবার থেকে সুদে টাকা নেওয়ার সুবাদে তাদের সাথে হবু মিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ও নিয়মিত যাতায়াত ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সানাউল্লাহ জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শুনানি হলে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। এর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গোলাপী বেগম (৪০)। এর ৩ দিন পর গত ২৬ অক্টোবর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত খালে বিবস্ত্র অবস্থায় তার লাশ ভেসে উঠে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গোলাপী বেগমের বাবা বিষু মিয়া মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১লা নভেম্বর গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর