ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১২টায় কিশোরগঞ্জ-৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় ফজলুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল ও যুগ্মসাধারণ সম্পাদক সুমেশ ঘোষ উপস্থিত ছিলেন।
এরপর দুপুর দেড়টায় ফজলুর রহমান মিঠামইনে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আব্দুল্লাহ-বিন-শফিকের কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।
এ সময় মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ মিয়া, জেলা বিএনপি’র সাবেক সদস্য আলমগীর সিকদার, উপজেলা বিএনপি’র উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আফতাব উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।
এরপর বিকাল ৩টায় ফজলুর রহমান অষ্টগ্রামে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা’র কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।
এ সময় অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হোসান বাবু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের ফজলুর রহমান বলেন, আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। এই এলাকার জনগণ যদি দয়া করে আমাকে নির্বাচিত করেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি এই এলাকার মানুষের জন্য এই এলাকাকে একটি উল্লেখযোগ্য এলাকা হিসেবে, সবাইকে নিয়ে শান্তিময় একটি এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় ফজলুর রহমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর