জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শালবন এলাকায় রোববার সন্ধ্যায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কালাই উপজেলার আওড়া গ্রামের আবদুল খালেকের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও একই গ্রামের আবদুস সাত্তারের ছেলে ইউসুফ (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদে মাদক বিক্রির খবর পেয়ে রোববার সন্ধ্যায় শালবন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ গ্রাম হেরোইন সহ খায়রুল ও ইউসুফ কে হাতে নাতে গ্রেফতার করে ডিবি। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিবি ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর