নোয়াখালীতে শেষ দিনে পৃথক পৃথক আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল বিকাল ৪ টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন দলের প্রার্থীরা।
নোয়াখালী-১ আসন থেকে বিএনপি ধানের শীষে পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,নোয়াখালী-৩ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,নোয়াখালী-৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন দলের প্রার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান,সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত তাঁর কার্যালয়ে অনেক প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা পর্যায়েও মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৭ জন প্রার্থী।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর