মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ৩২ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটারনিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী। এর মধ্যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮ জন প্রার্থী। এর বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর