সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুইটি ভিন্ন রাজনৈতিক দল থেকে পিতা ও পুত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়া পিতা সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হুসেইন মোহাম্মদ মায়াজ।
সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে হুসেইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে তাদের পিতা পুত্রের দুটি ভিন্ন দল থেকে মনোনয়ন জমা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। মোড়ে মোড়ে চলছে আলোচনা। অনেকে মনে করছেন শুধুমাত্র নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে আলোচনায় রাখতে তারা এ কাজ করেছেন।
এর আগে এইচ এম গোলাম রেজা সাতক্ষীরা-৪ তথা শ্যামনগর থেকে হুসেইন মোহাম্মাদ এরশাদের লাঙল প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তারপর আওয়ামী লীগের সর্বশেষ আয়োজিত নির্বাচনেও অংশ নিয়েছিলেন। দেশের বৃহত্তর রাজনৈতিক দুটি দল বিএনপি ও জামায়াত অংশ গ্রহণ না করলেও কিন্তু সে সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকের ছেলে এস এম আতাউল হক দোলনের নৌকা প্রতীকের কাছে হেরে গিয়েছিলেন।
তবে, এবার এই আসন থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান এবং জামায়াতের পক্ষ থেকে সাবেক এমপি জিএম নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে উপজেলা বিএনপির হাল ধরে রাখা সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যা নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর