ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী মাঠে তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। প্রবীণ রাজনীতিক ও সৎ মানুষ হিসেবে এলাকায় তার গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। গতকাল রোববার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, বিএনপিতে একাধিক নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায় দলটির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলীয় বার্তা নিয়ে তারা সরাসরি ভোটারদের কাছে পৌঁছাচ্ছে। এতে করে ভাসমান ভোটারদের একটি বড় অংশ দিন দিন জামায়াতের দিকে ঝুঁকছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
এদিকে সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ফিরোজ ও বিএনপি নেতা মুর্শিদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুল জলিল হাতপাখা প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওবায়দুল হক রাসেল ও মীর আমিনুল ইসলাম। গণফোরাম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন খনিয়া খানম এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন এমদাদুল ইসলাম বাচ্চু।
অন্যদিকে, একই দিন বিকালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রাশেদ খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক রাসেল পরিবার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকলেও স্থানীয়ভাবে অনেকেই ধারণা করছেন, তিনি আওয়ামী লীগের একটি অংশের ভোট টানতে সক্ষম হতে পারেন।
নির্বাচনী তফসিল ঘোষণার পর ঝিনাইদহ-৪ আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ ও রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর