বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবার থেকে আলাদা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বেগম জিয়ার ভাষণ দেখলেই বোঝা যায় তিনি কেন সবার থেকে আলাদা ছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে শোক বইয়ে সই করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা দেখলে ইতিহাসের ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন বেগম খালেদা জিয়া। এটা কিন্তু সহজ ছিল না, দীর্ঘদিনে অর্জন করেছেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া বিরল দৃষ্টান্ত।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর