সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর/২৫) সারাদেশে শোক পালিত হয়। জাতীয়ভাবে শোক পালনকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এমন শোকের দিনে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গৌরীপুর বাজারের সোমা ফার্মেসির মালিক দেলোয়ার হোসেন ঈশাখাঁকে ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে দেলোয়ার হোসেন ঈশাখাঁ সাংবাদিকদের জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এতদিন কখনো ডিলিং লাইসেন্সের প্রয়োজনীয়তার কথা কেউ জানাননি। এমনকি ওষুধ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাকে জানিয়েছেন যে, ওষুধের দোকানে এই লাইসেন্স আবশ্যক নয়।
তিনি আরও বলেন, "আমি একজন বিএনপির কর্মী। আজ দেশের একজন সফল সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে যখন সারাদেশ শোকে নিমজ্জিত, কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকার মধ্যে এ ধরনের অভিযান কতটা যৌক্তিক—সেই প্রশ্নই তুলছি। শোকের দিনে এ অভিযান প্রশাসনকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করি।" তিনি এ ঘটনাকে অহেতুক হয়রানি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর