জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি মৃত্যুবরণকারী বীর যোদ্ধা শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তিনি হালুয়াঘাট উপজেলার দর্শা গ্রামে মরহুম শফিকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরে পুষ্পমাল্য অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে তিনি গ্রামের মসজিদে বাদ জোহর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শফিকের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করেন।
তিনি মরহুম শফিকুর রহমানের নানি ও মামাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং এই শোকের সময়ে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “শফিক শুধু একটি পরিবারের সন্তান নয়, তিনি গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য আত্মত্যাগকারী এক সাহসী যোদ্ধা।”
এ সময় আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঘরে ঘরে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, “গতকাল বিশ্ববাসী খালেদা জিয়ার কফিনের পাশে বাংলাদেশকে দেখেছে। তিনি তাঁর কর্মের কারণে অমর, অক্ষয় হয়ে থাকবেন। গতকাল বিশ্বের বৃহত্তম জানাজায় প্রমাণিত হয়েছে, বেগম খালেদা জিয়াকে জনগণ হৃদয়ে ধারণ করেছে।”
এ সময় হালুয়াঘাট উপজেলার কইচাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়েদুর রহমান, সদস্য সচিব নুরুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাজী গিয়াস উদ্দিন, আলাল উদ্দিন, লিটন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর