রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিশৃঙ্খলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি পক্ষ এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আটক ব্যক্তিদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিটিআরসি ভবনে ভাঙচুর ও বিশৃঙ্খলার অপরাধে ২৬ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন– মো. সাব্বির (২৪), মো. শাহিন (২৬), মো. রিফাত (১৯), মো. মঈন (২২), মো. অনিক (২৭), মো. তারেক (২৪), মো. রিফাত (২৩), মো. হানিফ (২৫), মো. রাব্বি (৩২), মো. সোহানুল (২৪), দীপক হাজরা (২৬), তারেক আজিজ (২৫), মো. সাজ্জাদ (১৯), মো. শিপন (২৩), মো. সিয়াম (২৩), মো. ওনেস ইমরান (২৪), মো. মনির (২৫), মো. হারিস (২৭), মো. মতিউর (৪৮), মো. সাব্বির (২২), রাজন শেখ (৩১), আবু সাদিক (২৯), মো. মামুন (২৪), মজিবর (৩২), মো. সালাউদ্দিন (৩৯), মো. রাকিব (২৩), আমিনুল ইসলাম (২৪) ও আ. সবুজ (৩০)।
সেনাবাহিনী জানিয়েছে, আটক সবাইকে দ্রুতই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর ফলে দেশে অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে বিকেলের দিকে বিটিআরসি ভবনে এই হামলা ও ভাঙচুর চালায়।
প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডাটাবেজে। ফলে এখন থেকে আর কোনো আনঅফিশিয়াল ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় হবে না।
মাসুম/সাএ
সর্বশেষ খবর