জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়' প্রতিপাদ্যে শনিবার (৩জানুয়ারি) সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম আলমাস, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর