ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় বরগুনায় শেষ হয়েছে মনোনয়ন বাছাই। বরগুনার দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
শনিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে বেলা ১১টা ও ১২টায় মনোনয়ন বাছাই সম্পন্ন করা হয়।
যাচাই বাছাই শেষে বরগুনা ১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান এর মনোনয়ন বাতিল করা হয়। ৩টি কারণে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টার্নিং কর্মকর্তা তাসলিমা আক্তার। ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলফনামা জমা না দেয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মুহিবুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ জামাল হোসাইন এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এ দিকে বরগুনা ২ আসনে মনোনয়ন জমা দেন ১২ জন প্রার্থী।
মাসুম/সাএ
সর্বশেষ খবর