ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে পাবনার দুটি আসনের দুইজন প্রার্থীন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা হলেন, পাবনা-২ আসনের গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন ও পাবনা-৩ আসনে গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা।
তাদের মধ্যে শেখ নাসির উদ্দিন মনোনয়পত্রের সাথে আয়কর রিটার্নের কপি জমা না দেয়ায় এবং হাসানুল ইসলাম রাজার আয়কর বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর