বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে।
হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসান প্রকাশ্যে মন্তব্য করেন, “আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।” এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে মাহদী নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করেন এবং হুমকিমূলক বক্তব্য দেন।
পরে শনিবার (৩ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠি মাহদীকে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তার প্রদত্ত বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে।
চিঠিতে মাহদীকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর