কুষ্টিয়া থেকে আসা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গামী লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়া এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই অজ্ঞাত ব্যক্তি কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে বাসের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে বাসের যাত্রীরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হলে কিছুক্ষণ পরই ওই ব্যক্তি মারা যান।
চিকিৎসকদের ধারণা, অজ্ঞান পার্টির কোনো চক্র তাকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটে নিতে পারে।
মৃত ব্যক্তির নাম রনজু খা সে হাবাসপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য।
গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর