ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার দাবি আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ নতুন একটি ছবি শেয়ার করে তিনি দাবি করেছেন, নিকোলাস মাদুরো বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমা–তে অবস্থান করছেন।
ট্রাম্প শেয়ার করা ছবিতে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তিকে দেখা যায়, যাকে মাদুরো বলে মনে হচ্ছে। ওই ব্যক্তির চোখে আই-মাস্ক এবং কানে হেডফোন রয়েছে। ট্রাম্পের দাবি, ছবিটি যুদ্ধজাহাজটির ভেতরের দৃশ্য এবং সেখানেই আটক অবস্থায় আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
এর আগে ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হেলিকপ্টারে করে যুদ্ধজাহাজে নেওয়া হয়েছে এবং সেখান থেকে নিউইয়র্কে আনা হচ্ছে। তিনি জানান, নিউইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নেওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন- আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, তারা অনেক মানুষ হত্যা করেছেন।’ তার দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও বহু মার্কিন নাগরিক হত্যার সঙ্গে জড়িত।
মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে, সেই স্থানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, সেটি কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং একটি দুর্গের মতো। চারপাশ ছিল নিরেট ইস্পাতে ঘেরা। প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান শুরু করতে চার দিন দেরি হয় বলেও জানান তিনি। পরে হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় অভিযানের নির্দেশ দেওয়া হয়।
অভিযানের গতি ও তীব্রতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি পুরো ঘটনাটি টেলিভিশন শো দেখার মতো করে দেখছিলেন। তার ভাষায়, অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য এবং বিশ্বের আর কোনো দেশের পক্ষে এমন কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়।
ট্রাম্পের এসব দাবি ও প্রকাশিত ছবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এসব দাবির সত্যতা স্বীকার করেনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর