আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, দাখিল ২ হাজার ৫৬৮ টি এর মধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা ৭২৩ টি মনোনয়নপত্র
রোববার (৪ জানুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক এ এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, ৩০০ আসনে মনোনয়নপত্র গ্রহণ হয়েছে ৩ হাজার ৪০৬ টি, আরও দাখিল হয়েছে ২ হাজার ৫৬৮ টি। এরমধ্যে বৈধ প্রার্থীর মনোনয়নের সংখ্যা ১ হাজার ৮৪২ টি আর বাতিল করা হয়েছে ৭২৩ টি মনোনয়নপত্র।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু বরণ করায় জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনের তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে আজ রোববার বিকাল ৫ টায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর