জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও ভোট গণনা নিয়ে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। একটি ব্যালটে অসঙ্গতি ধরা পড়ায় টানা দুই ঘণ্টা ধরে গণনা কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও একটি হল সংসদের ভোটগ্রহণ শেষ হওয়ার পর সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন ব্যবহার করে ভোট গণনা শুরু করা হয়।
তবে মিলনায়তনে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে প্রায় ১৫ মিনিট পরই গণনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের বাইরে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টা পর পুনরায় গণনা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই একটি ব্যালটে গড়মিল ধরা পড়ে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আবারও ভোট গণনা বন্ধ হয়ে যায়, যা রাত ৯টা পর্যন্ত আর শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ও আইন বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম মঙ্গলবার রাত পৌনে ৯টায় গণমাধ্যমকে বলেন, “আমরা একটি সমস্যার মুখে পড়েছি। সেটার সমাধানের চেষ্টা চলছে। যে সিদ্ধান্ত নেওয়া হবে, আশা করি তা সবার কাছে গ্রহণযোগ্য হবে।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর