ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটকে ঘিরে জনসচেতনতা তৈরিতে ইতিমধ্যে প্রচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনের নির্দেশনার পর এবার মাঠপর্যায়ে লিফলেট প্রচারে যুক্ত করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের।
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের গণভোটের লিফলেট প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে এই দায়িত্ব পালন করবেন তারা।
আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি প্রাথমিক শিক্ষার সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারির নির্দেশনার আলোকে ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট ব্যাপকভাবে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, গণভোট সম্পর্কে সাধারণ ভোটারদের অবহিত করতেই এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর