খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সােমবার (৫ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সচিব মাে. আব্দুর রহমান ছায়াদ, নিরুপন চাকমা, বেলাল হাসানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।
এসময় যােগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চদ্র চাকমা, সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকুসহ খাগড়াছড়ি জেলা বিএনপি’র অঙ্গ ও সহযােগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলন।
যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মনানীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, হাজারাে ছাত্র-জনতার রক্ত ও জুলাই চেতনাকে বিক্রি করে গঠিত এনসিপি আজ স্বাধীনতা বিরােধী শক্তির সাথে হাত মিলিয়েছে। এনসিপি ৩০ আসনের বিনিময়ে স্বাধীনতা বিরাধী শক্তির কাছে নিজেদের বিকিয়ে দিয়েছে। তারা আজ আদর্শ বিবর্জিত দলে পরিণত হয়েছে।
এসময় এনসিপির নেতারা অভিযােগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই আমরা এই দেশের বৈষম্য দূরীকরণ লড়াই সংগ্রাম করে এসেছি। হাজারাে ছাত্র -জনতার আত্মহুতির মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা ভবছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের সাধারণ মানুষের কথা ভাববে এবং ন্যায় প্রতিষ্ঠায় কথা বলবে। কিন্তু শেষ পর্যায়ে ত্রয়ােদশ জাতীয় নির্বাচনে এসে দেখলাম ৭১ সালের স্বাধীনতা বিরােধী শক্তির সাথে হাত মিলিয়েছে। তাই আমরা এনসিপি থেকে বিএনপিতে যোগদান করেছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর