খাগড়াছড়ির দীঘিনালায় প্রত্যন্ত পাহাড়ি জনপদে বসবাসরত ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা সেনা জোন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের নয়মাইল ত্রিপুরাপাড়া এবং বোয়ালখালী ইউনিয়নের বুদ্ধপাড়া এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন দীঘিনালা সেনা জোন (দ্যা বেবি টাইগারস) এর ব্যবস্থাপনায় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীনসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় কার্বারীরা (গ্রামপ্রধান)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী নিয়মিতভাবে স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীত মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষ যাতে কষ্টে না পড়ে, সেই মানবিক বিবেচনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এদিন দুইটি পৃথক স্থানে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর