তারকা কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান মারা গেছেন। গত ৩ জানুয়ারি একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২১ বছর। তিনি মালয়েশিয়ার একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে বলা হয়েছে, আথিরা ওই সময় ডান লেনে গাড়ি চালাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারট্রেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আথিরাকে মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনায় আরেকজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তার হাত, কনুই ও উরুতে আঘাত লেগেছে। তাকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর বিষয়টি তদন্তাধীন।
প্রসঙ্গত, আথিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করতেন। তিনি তার বাবার খাবারের দোকানের জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড রুটি কানাই উল্টানোর জন্যও পরিচিত ছিলেন। তার টিকটক অ্যাকাউন্টে ৭৭ হাজারেরও বেশি ফলোয়ার ছিলেন, যা পরে মুছে ফেলা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর