ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বীরগুছিনা গ্রামে এক নারীকে ঘিরে নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামবাসীর আয়োজনে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়ক গড়পাড়া মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী, জিয়াউল হক, আনোয়ার হোসেন, সালমা খাতুন, আখি আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোকেয়া খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিরীহ মানুষদের হয়রানি করে আসছেন।
বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত রোকেয়া খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও একাধিক অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে।
স্থানীয়রা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে রোকেয়া খাতুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর