পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার ডিমেরচরে ফাঁদে পড়া একটি জীবিত চিত্রা হরিণ সহ পেশাদার শিকারিকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে পাতা শিকারির ফাঁদে ছটফট করা হরিণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বনের গভীরে অবমুক্ত করা হয়েছে।
কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা আব্দুল হাকিমকে আটক করা গেলেও রাসেল ও দুলাল নামে আরও দুই সহযোগী গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ও ছিটকা ফাঁদসহ সাতটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়েছে। আটক শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর