রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভায় বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ।
পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কৃষক দলের পাংশা উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, পাংশা পৌর কৃষক দলের সভাপতি দেলোয়ার সরদার, সাধারণ সম্পাদক মহিদ প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর