রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাবেক জিপি,সাবেক পিপি ও বহু আইনগ্রন্থের লেখক প্রবীণ আইনজীবী মোসলেম উদ্দিন খানকে লাঞ্ছিতের ঘটনায় রাজবাড়ী বারের ২ তরুণ আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার অপরাহ্নে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন ভবনের ২য় তলায় এ লাঞ্ছিতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বার ভবনের ২য় তলায় নিজ সেরেস্তায় পেশাগত কাজে নিয়োজিত থাকাকালীন অ্যাড. মোসলেম উদ্দিন খানকে চায়ের দাওয়াত দিয়ে রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টু তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়।
এসময় তারা সিনিয়র ওই আইনজীবীকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার পর পরই বিকেলে জেলা বার এসোসিয়েশন সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার সাথে জড়িত থাকায় রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়।
অ্যাড. মোসলেম উদ্দিন খান বলেন, আমাকে চায়ের দাওয়াত দিয়ে তাদের সেরেস্তায় ডেকে নিয়ে যায়। ২০১২ সালের ২ এপ্রিল অ্যাড. আসাদুজ্জামান বার কাউন্সিলের তালিকাভুক্ত হলেও একটি মাদক মামলায় অভিযুক্ত হওয়ার কারণে প্রায় ২ বছরেরও বেশি সময় বার এসোসিয়েশনের সদস্য পদ প্রদান করা হয়নি। তৎকালীন সময়ে বার এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় ওই ক্ষোভে হামলা করা হয়েছে। অ্যাড. আসাদুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটু পর ফোন দিবেন বলেন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সম্পাদক ও পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক-২ রাজবাড়ী জেলা বারের সদস্য অ্যাড. মোঃ আসাদুজ্জামান ও অ্যাড. জাহিদুর রহমান পিন্টুর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বহিরাগত মোঃ রানা পারভেজকে আদালত অঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর