দেশের ২০ জেলার ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, জানুয়ারির অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত এই শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে, যদিও এর বিস্তৃতি সময়ভেদে কমবেশি হতে পারে।
শুক্রবার (৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতেও শৈত্যপ্রবাহের প্রভাব রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের মোট জেলা সংখ্যা ১৬ হওয়ায় সব মিলিয়ে বর্তমানে দেশের ২০টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর আগের দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার (৭ জানুয়ারি) নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাজু/নিএ
সর্বশেষ খবর