নেলপলিশ বহু নারীর সৌন্দর্যচর্চার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। মুসলিম নারীরাও এর বাইরে নন। তবে ধর্মীয় বিধিনিষেধের কারণে সাধারণ নেলপলিশ ব্যবহার অনেক সময়ই তাদের জন্য সমস্যার হয়ে দাঁড়ায়। কারণ, প্রচলিত নেলপলিশ নখের ওপর একটি অভেদ্য স্তর তৈরি করে, যা অজুর সময় নখে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে।
এই জটিলতা এড়াতে অনেক নারী নামাজের আগে নেলপলিশ তুলে ফেলেন বা শুধু পিরিয়ডের সময়টুকুতে নেলপলিশ ব্যবহার করেন। কিন্তু আধুনিক সৌন্দর্যশিল্প এই সমস্যার কার্যকর সমাধান হিসেবে বাজারে এনেছে হালাল নেলপলিশ। এগুলো ‘ব্রিদেবল’ বা শ্বাসযোগ্য ফর্মুলায় তৈরি, যার ফলে নখের ওপর দিয়েই পানি ও অক্সিজেন চলাচল করতে পারে। তাই অজু ও নামাজে ব্যাঘাত না ঘটিয়েই নিয়মিত ব্যবহার সম্ভব।
১. অরেলি
‘মুসলিম গার্লস’-এর সঙ্গে যৌথ উদ্যোগে অরেলি বাজারে এনেছে হালাল পেইন্ট সিরিজ, যা বিশেষভাবে মুসলিম নারীদের চাহিদা বিবেচনায় তৈরি। এটি একটি ‘অল-ইন-ওয়ান’ ফর্মুলা, যা নখকে দীর্ঘস্থায়ী, মজবুত ও স্বাস্থ্যকর রাখে। হালাল উপাদানের পাশাপাশি এতে রয়েছে আরগান অয়েল, প্রো-ভিটামিন বি-৫ ও ভিটামিন-সি—যা নখকে করে তোলে মসৃণ ও উজ্জ্বল।
২. ওলিসি
ওলিসি একটি ওয়াটারবেসড নেলপলিশ, যা খুব সহজেই হাত দিয়ে টেনে তুলে ফেলা যায়। এর জন্য আলাদা রিমুভারের প্রয়োজন নেই। মাত্র ৬০ সেকেন্ডে শুকিয়ে যায় এবং এতে কোনো কৃত্রিম আলোর ব্যবহার দরকার হয় না। বেস ও টপ কোট হিসেবে ব্যবহারের সুবিধার জন্য প্রতিটি সেটে থাকে একটি স্বচ্ছ বোতল ও একটি রঙিন বোতল।
৩. টিউজডে ইন লাভ
কানাডিয়ান এই ব্র্যান্ডটি পানি চলাচলে সক্ষম নেলপলিশ ও হালাল কসমেটিকস তৈরির জন্য সুপরিচিত। এটি ‘আইএসএনএ কানাডা’ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। এতে ব্যবহৃত মাইক্রো-পোর প্রযুক্তি অন্যান্য হালাল নেলপলিশের তুলনায় দ্রুত পানি শোষণে সক্ষম। পাশাপাশি এতে কোনো প্রাণিজ উপাদান বা নিষিদ্ধ অ্যালকোহল নেই।
৪. ভিভরে
ভিভরে কসমেটিকসের সব নেলপলিশ ফ্রান্সের ‘এসজিএস’ ল্যাব দ্বারা সার্টিফায়েড। এগুলো ভেগান ও প্যারাবেনমুক্ত। নখের ওপর দিয়ে বাতাস ও অক্সিজেন চলাচলে কোনো বাধা সৃষ্টি না করায় নামাজের সময় ব্যবহারে কোনো দ্বিধা থাকে না।
৫. কার্মা
কার্মা অরগানিক নেলপলিশ এমনভাবে তৈরি, যাতে পানি ও অক্সিজেনের অণু সহজেই নখ পর্যন্ত পৌঁছাতে পারে। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে তারা প্লাস্টিকের বদলে কাচের বোতল এবং সয়াবিন কালি ব্যবহার করে। এটি গর্ভবতী নারী ও শিশুদের জন্যও সম্পূর্ণ নিরাপদ।
৬. ৭৮৬ কসমেটিকস
এই ব্র্যান্ডটি ‘কেআইসি’ থেকে প্রাপ্ত হালাল সার্টিফিকেটধারী। এতে ১১ ধরনের ক্ষতিকারক রাসায়নিক ও প্রাণিজ উপাদান একেবারেই নেই। এর শেডগুলোর নাম রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম শহরের নামে—যেমন জয়পুর, দুবাই ইত্যাদি। নখকে হাইড্রেটেড ও স্বাস্থ্যকর রাখতেও এটি সহায়ক।
৭. ল্যাভেন্ডার
২০১৫ সালে প্রতিষ্ঠিত ল্যাভেন্ডার ঘরে বসেই সেলুন-কোয়ালিটি জেল ফিনিশ দেওয়ার জন্য পরিচিত। তাদের জেল ফর্মুলায় নেই বিষাক্ত রেজিন, ফর্মালডিহাইড বা টলুইন। এটি নখের ওপর প্রায় ২১ দিন পর্যন্ত উজ্জ্বল ও স্থায়ী থাকে এবং নখের কোনো ক্ষতি করে না।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন
কুশল/সাএ
সর্বশেষ খবর