অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের এক বছর পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। তবে শনিবার (১০ জানুয়ারি) হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তাহসান খান ও সংগীতশিল্পী সিঁথি সাহার একটি পুরোনো ভিডিও। ভিডিওটিতে সিঁথি সাহাকে তাহসানের উদ্দেশে কটাক্ষমূলক মন্তব্য করতে দেখা যায়।
ভিডিওতে সিঁথি সাহা বলেন, তাহসানের সঙ্গে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব নয়। এরপর রসিকতা করে তিনি বলেন, তাহসানের সঙ্গে শুধু টিকটিকির সম্পর্ক রাখা সম্ভব, কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সঙ্গে লেগে থাকে আর তাহসান বিছানার সঙ্গে লেগে থাকেন। তিনি আরও অভিযোগ করেন, নির্দিষ্ট সময়ে না এসে তাহসান নিয়মিত দেরি করেন এবং নিজেকে অপেক্ষায় রেখে দেন।
একপর্যায়ে সিঁথি সাহা বলেন, তাহসানের সঙ্গে সম্পর্কের সময় বন্ধুরা তাকে বলেছিল যে তাহসান ‘গুড ফর নাথিং’। পরে সেটিকে ঘুরিয়ে তিনি বলেন, তাহসান আসলে ‘গুড ফর নাথিং’ নন, বরং ‘টিকটিকি’। ভিডিওতে তাহসান কিছু বলতে চাইলে সিঁথি তাকে ধমকে চুপ করিয়ে দেন এবং কিছুক্ষণ ভর্ৎসনা করার পর সেখান থেকে চলে যান।
তবে ভাইরাল হওয়া এই ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। এটি একটি নাটকের দৃশ্য, যেখানে অভিনয় করেছেন তাহসান খান ও সিঁথি সাহা। এর আগেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর