তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সোমবার বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুব সমাবেশের আয়োজন করেছে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত যুব সমাবেশে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকছুদুল কবীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর ওয়াজেদুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এ এম খালেদ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
এসময় যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবক-যুবতীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। তারুণ্যের শক্তিই দেশের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে যুব সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর