ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড সোমবার (১২ জানুয়ারি/২৬) সকাল ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। প্যারেড পরিদর্শন শেষে তিনি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় ও বর্জনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান পুলিশ সুপার। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—মোঃ আবদুললাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল),তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল)। এছাড়াও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর