নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারী) ওই কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি মঞ্জুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিনের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম মোজাম্মেল হকের জৈষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। তাঁর পিতার ৩য় মৃত্যুবার্ষিকীতে পরিবার, রাজনৈতিক সহকর্মী, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মৃতিচারন করেন।
এসময় বক্তারা বলেন, “মোজাম্মেল হক ২০২৩ সালের ১২ জানুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। ২০০১ সালে নাটোর-৪ আসনে বিএনপির এমপি নির্বাচিত হন মোজাম্মেল হক। গুরুদাসপুর ও বড়াইগ্রামে তাঁর প্রতিষ্ঠিত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।”
আলোচনা শেষে প্রয়াত এমপি মোজাম্মল হকসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হাদী ও জুলাই আগস্টে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর