সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সে পাশের ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
র্যাব জানায়, গত ৯ জানুয়ারি ২০২৬ জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ চলাকালে উক্ত পরীক্ষা কেন্দ্রের ২য় তলার ২০২ নং কক্ষে মোঃ আমির হামজা নামে এক পরীক্ষার্থী (রোল নং-৪৪১৪৮০০) ব্যবহৃত মোবাইলে এসএমএস দেখে উত্তর পূরণ করছিলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক পরীক্ষার্থী আমির হামজাকে জিজ্ঞাসা করলে সে তার ব্যবহৃত মোবাইল নং ০১৩৪২৬১৫১৯২ এ মোবাইল নং ০১৩৩৬৫৩৩৫১৯ হতে প্রাপ্ত এসএমএস থেকে উত্তরপত্র পূরণ করছেন মর্মে স্বীকার করেন।
সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক এসএমএস'র সাথে পরীক্ষার্থী আমির হামজার উত্তরের মিল খুঁজে পাওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিনিধি জনাব সাকিল আহম্মেদকে অবগত করলে তিনি জয়পুরহাট সদর থানা পুলিশকে অবগত করেন। জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষার্থী আমির হামজাকে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে সে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সৃজন প্রশ্নের উত্তর মোবাইল ফোনে এসএমএস'র মাধ্যমে অসৎ পন্থা অবলম্বন করেছে মর্মে ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সংক্রান্তে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিনিধি সাকিল আহম্মেদ জয়পুরহাট থানায় একটি মামলা করেন (মামলা নং-০৯ তারিখ-৯ জানুয়ারি ২০২৬, ধারা-৪/৯/১৩ The Public Examination (Offences) Act-1980)।
র্যাব জানায়, গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ার হোসেনকে পাশের নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন খরমপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর